শনিবার, ১০ মে ২০২৫, ১১:২০ অপরাহ্ন

বদরগঞ্জ পৌরসভায় মেয়র পদে চারসহ ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৫২ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করতে মেয়র পদে চারজনসহ ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এরমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন রয়েছে।
আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন প্রার্থীরা সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এদিকে মেয়র পদে মনোনয়নপত্র দিয়েছেন- আওয়ামীলীগ মনোনীত বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাসানুল হক চৌধুরী টুটুল, বিএনপির মনোনীত প্রার্থী ফিরোজ শাহ, ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন ও স্বতন্ত্র অধ্যাপক আজিজুল হক।
মনোনয়নপত্র দাখিল করে ফেরার সময় আওয়ামী লীগের প্রার্থী আহাসানুল হক চৌধুরী টুটুল বলেন, জনগণ উন্নয়নের পক্ষে থাকতে নৌকার বিকল্প কাউকে ভাবছে না। বদরগঞ্জ যেভাবে উন্নয়নের অগ্রযাত্রায় রয়েছে তা ধরে রাখতে ২৮ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের জয় হবে ইনশাআল্লাহ্।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী আগামীকাল ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১১ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এছাড়া ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বদরগঞ্জ পৌরসভায় মোট নয়টি ওয়ার্ড রয়েছে। পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা নয় হাজার ৭২২ জন এবং নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ৬০ জন। এবার ভোটাররা ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com