বগুড়া থেকে উত্তম সরকার।- আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্থানীয় বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহন করেছে বগুড়া জেলা বিএনপি। ওইদিনের কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলার ২৪টি সাংগাঠনিক থানা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে জেলা বিএনপি’র কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।
বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক স্থানীয় বিএনপি সংগঠনও নিজ নিজ সংগঠনে সভা করে প্রস্তুতি শুরু করেছে। তবে বগুড়া জেলা বিএনপি’র পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে, ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯টায় বগুড়া জিয়াউর রহমান অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা প্রদান, সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বিকাল সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা, ২ সেপ্টেম্বর সকাল ১০টায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আলতাফুন্নেছা খেলার মাঠে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় বগুড়া শহর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, ৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে নুনগোলা ডিগ্রি কলেজ মাঠে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ জানান, বগুড়া সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি। এ কারণে বগুড়ায় বিএনপি’র প্রতিষ্ঠাবাষির্কীতে পাঁচ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Leave a Reply