রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

বিরামপুরে আলু পরোটা বিক্রির ধুম পড়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৯ বার পঠিত

বিরামপুর (দিনাজপুর) থেকে মো: আবু সাঈদ।-

প্রতিদিন সন্ধ্যায় বা সাপ্তাহিক ছুটির দিনে বন্ধুদের নিয়ে আলাপচারিতার এক ফাঁকে কিছু একটা খাবো বলে ইচ্ছে প্রকাশ করেন অনেকেই। কোথায় খাবেন, কি খাবেন, তা নিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। বন্ধুদের নিয়ে আড্ডা দিতে মুখরচক  খাবার খেতে কে না ভালবাসে।  গত দুইদিনের বৃষ্টি পর বিরামপুরসহ আশপাশে এলাকাতে বইছে মৃদ শৈত্যপ্রবাহ সাথে রয়েছে কুয়াশা আর বাতাসের লুকোচুরি। মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) রায়হান কবির চপলসহ এলাকার কয়েকজন ছোট ভাইসহ হাঁটতে হাঁটতে কোন একসময় পৌছে গেলাম বিরামপুর রেলস্টেশন চত্ত্বরে। ছোট ভাইয়েরা বললো চলেন সবাই একসাথে রাজ্জাকের আলু পরোটা খাই। আমি বললাম কিভাবে খাব? তারা বললো আলু পরোটার সাথে কয়েক রকমের ভর্তা দিয়ে আলু পরোটা খেতে বেশ মজাই লাগে।আলু পরোটা খেতে খেতে কথা হয় আব্দুর রাজ্জাকের সাথে তিনি বলেন, আগে অন্যের হোটেলে কাজ করতাম যা মাইনে পেতাম তা দিয়ে সংসার চালানো খুব কষ্টকর হতো, বোঝে উঠতে পারছিলাম না কী করবো! হাতে পয়সা কড়ি নেই, সংসারে অনেক চাহিদা শেষমেষ বৌয়ের পরামর্শে বিরামপুর রেলস্টেশনে আলু পরোটার ব্যবসা শুরু করি। দিন-দিন খদ্দের চাহিদা বাড়তে থাকায় আমাকেও ব্যবসার পরিধি বাড়াতে হয়। চার বছর ধরে এই ব্যবসা করছি। আলু পরোটার জন্য ভালমানের ময়দা, আলু, ধনে পাতা, কাঁচামরিচ, তিল, বাদাম, শরিষা,শুটকীমাছ, তেল ও শুকনো খড়ি প্রতিদিন কিনতে হয়। বাড়িতে সবগুলো উপকরণ পর্যায়ক্রমে আলু পরোটার জন্য ময়দার খুমির প্রস্তুত করে বিভিন্ন রকম ভর্তা যেমন আলূ ভর্তা, কাঁচা মরিচ ভর্তা,বাদাম ভর্তা,তিল ও শুটকি মাছের ভর্তা নিয়ে বিকেল ৫টায় বিরামপুর ষ্টেশনের দক্ষিণ পাশে মজাদার ও সুস্বাদু আলু পরোটার দোকান বসাই। সন্ধ্যে হলেই শহরের বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ সহ রেলস্টেশনে আগত যাত্রীগণ এখানে বসেই খাচ্ছেন আবার কেউ কেউ বাসা বাড়ির জন্য পার্সেল নিয়ে যাচ্ছেন।প্রতিদিন গড়ে প্রায় ২৫০-৩০০ জন আলু পরোটা খেতে আসেন। প্রতিদিন দোকানে সব মিলে খরচ ১৭শ থেকে ১৮শ টাকা আর আয় হয় ২৬শ থেকে ২৮শ টাকা।আব্দুর রাজ্জাক আরও বলেন,এখন আলু পরোটার দোকান থেকে যা আয় করি তা দিয়ে বেশ সুন্দর আমার সংসার চলে। এই থেকে ছেলে-মেয়েদের পড়াশুনার খরচ যোগান দিচ্ছি।আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে মানসম্মত ভাবে আলু পরোটা ও বিভিন্ন ভর্তা তৈরি করতে। সে জন্যই হয়তো খাবারের স্বাদে জন্য মানুষজন আলু পরোটা খেতে আসে।বকুলতলা মোড় থেকে আলু পরাটা খেতে আসা আলহাজ্ব আবু শাহাদাৎ মোঃ মুছা বলেন, সপ্তাহে ২-৩ দিন আলু পরাটা খেতে আসি। এখানকার আলু পরাটার স্বাদটাই আলাদা’।বিরামপুর পৌর শহরের পুরাতন বাজার থেকে থেকে আলু পরাটা খেতে আসা এইচএম সজীব মাহফুজ বলেন, আমি এখানে প্রায় আলু পরাটা খেতে আসি। এখানে বিভিন্ন প্রকার ভর্ত্তার দিয়ে আলু পরাটা খাওয়ার মজাটাই আলাদা। তাইতো প্রতিদিন আলু পরোটা খেতে আসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com