রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
 ২৯ ও ৩০ এপ্রিল পীরগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা  আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত সংবাদ পরিবেশনের  ২ মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে  চাঁদাবাজি মামলা দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ পার্বতীপুর রেলওয়ে জংশনে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৬৭ বার পঠিত
  বিরামপুর (দিনাজপুর)  থেকে মোঃ আবু সাঈদ ।- দিনাজপুর জেলার বিরামপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ইং এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  ১৪ জুন সকাল ১০টায় বিরামপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মো: আক্কাস আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারঃ) মেসবাউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মমিনুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, মকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরাম (দিদউফ) এর সাধারণ সম্পাদক লায়ন মোজ্জাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় আটটি দল অংশ গ্রহণ করেন। এতে মুকুন্দপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ও জোতবানী ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। এসময় দুই দল নির্ধারিত সময়ে ১-১ গোল প্রদান করেন। পরে টাইব্রেকারে মুকুন্দপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ী হয়।
দ্বিতীয়ার্ধে খেলায় পলিপ্রয়াগপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ও কাটলা ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। এতে কোন দল গোল না করায় নির্ধারিত সময় শেষ হয়। পরে টাইব্রেকার অনুষ্ঠিত হয়। এতে কাটলা ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ী হয়।
এ খেলা পরিচালনা করেন রেফারী ওবায়দুর রহমান, বিপ্লব, ফয়জার, উপজেলা ক্রীড়া সংস্থার মুক্তি মাহমুদ খাঁন ও মোস্তাফিজুর রহমান মাসুম। খেলার সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান আসাদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com