শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

বিরামপুরে সাংবাদিকের উপর মামলা ও প্রাণনাশের হুমকি: থানায় জিডি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১৬৯ বার পঠিত

এবিএম মুছা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের বিরামপুরে ভূয়া শিক্ষক নিয়োগ প্রতারণা সংক্রান্ত বিষয়ে কিছু সাংবাদিক কর্তৃক তথ্য ভিত্তিক অনুসন্ধান চালানোকে ঘিরে প্রতারক চক্রের এক ভূয়া শিক্ষক কর্তৃক সাংবাদিকদের উপর মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এক সাংবাদিক কর্তৃক থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোড নাম্বার ব্যবহার করে এলাকার কিছু অসাধু প্রতারক নানান প্রলোভন দিয়ে কিছু বেকার লোকদের শিক্ষক হিসেবে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনে গত ১০ জুলাই বিরামপুর মাই টিভি ও আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামানসহ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক সেকেন্দার আলী উপজেলা ২নং কাটলা ইউনিয়ন এলাকায় যায়। সেই সূত্র ধরে গত ১১ জুলাই সেসব শিক্ষক নিয়োগ চক্রের সদস্য পৌর এলাকার পূর্বজগন্নাথপুর গ্রামের আজিজ সরকারের পুত্র মোঃ মুকুল সরকার আনুমানিক বিকেল সাড়ে ৫টায় উপজেলা অডিটরিয়ামের সম্মুখে সাংবাদিক মাহাবুর রহমানের সাক্ষাতে সাংবাদিক কামরুজ্জামানসহ অপর তিনকে হয়রানি মূলক মামলা এবং হাত-পা কেটে ফেলে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি প্রদান করে। ফলে ঐ দিন রাতেই সাংবাদিক কামরুজ্জামান বাদী হয়ে সকল সাংবাদিকের নিরাপত্তার আলোকে থানায় একটি সাধারণ ডায়েরী করে। যার জিডি নং- ৪৬১, তারিখ- ১১/০৭/২০২১ইং। বিষয়টি নিয়ে বিরামপুর সাংবাদিক মহলের মধ্যে ক্ষোপের সৃষ্টি হয়েছে। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি ব্যতিরেখে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়া ১৬জন কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী প্রদান করা প্রতারক চক্রের মূলহোতা মোস্তাফিজুর রহমান এবং মুুকুল সরকার সহ জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবী সাংবাদিক ও সচেতন মহলের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com