বিরামপুর (দিনাজপুর ) থেকে বজ্রকথাপ্রতিনিধি মোঃ আবু সাঈদ।- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রায়গপুর ইউনিয়নের টাটকপুর ডিবি নামক স্থানে পুলিশ বক্স ও বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম বার।
২৭ মে সোমবার দুপুরে উক্ত কার্যালয় উদ্বোধন কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম (ক্রাইম এন্ড অফস), সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম বিরামপুর সার্কেল, অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার, সংশ্লিষ্ট বিট অফিসার শফিকুল ইসলাম (শাকিল), পলিপ্রায়গপুর ইউপির চেয়ারম্যান রহমত আলী, কাটলা ইউপির চেয়ারম্যান ইউনুস আলী, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকবর হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন সরকার সহ এলাকাবাসী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম বার বলেন, জনগনকে নিরাপত্তা দিতে পুলিশ সব সময় আপনার দোরগোড়ায়। চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধ দমন, এছাড়াও মহাসড়কে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এই পুলিশ বক্স সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে পাশে থাকার আহবান জানান।
Leave a Reply