প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ ডিসেম্বর ) বীরগঞ্জ এপি’র কার্যালয়ে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার সাংবাদিক আব্দুর রাজ্জাক, উত্তম শর্মা, মীর কাশেম লালু, সিদ্দিক হোসেন, হাসান জুয়েল, বিকাশ ঘোষ, তৌফিক রেজা, প্রদীপ রায় জিতু, মো. নাজমুল হোসেন, মোজাম্মেল হক, বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার সতীশ চন্দ্র রায়, ভিক্টোরিয়া বিশ^াস, প্রশান্ত বাস্কে, দিপা রোজারিও, চাইল্ড প্রোটেকশন অফিসার- রায়মন্ড হাসদা প্রমূখ। সভায় বক্তারা বলেন- নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করার জন্য পুরুষ সমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। একই সাথে প্রশাসনকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
সাংবাদিকবৃন্দ আরো বলেন, বীরগঞ্জ উপজেলার কিশোর তরুণরা সর্বনাশা মাদকের নেশায় ক্রমশই আকৃষ্ট হচ্ছে। শীগগীরই ব্যবস্থা নেয়া না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। ওয়ার্ল্ড ভিশন এ ব্যাপারে কোন কাজ করতে পারেন কিনা, তা ভেবে দেখার জন্য বলেন। এ ব্যাপারে এপি ম্যানেজার বলেন, আমরা আমাদের শিশু ফোরাম ও যুব ফোরামের মাধ্যমে শিশুদের আদর্শ মানুষ গড়ার চেষ্টা করছি। আমরা সবাই মিলে, আমাদের সহযোগীরা রয়েছেন- একসাথে কাজ করলে শিশুদের নিরাপত্তায় আরো ভুমিকা রাখতে পারি।
মতবিনিময় সভার শেষে সকল সাংবাদিকবৃন্দ নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণ স্বাক্ষর কর্মসূচীতে অংশ গ্রহন করেন।
Leave a Reply