ফজিবর রহমান বাবুু।- বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কন্ঠ শুভসংঘের আয়োজনে বীরগঞ্জ-কাহারোল উপজেলার ৬০০ হতদরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণের সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শুভসংঘের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে দিনাজপুরে ৪ হাজার মানুষকে ত্রাণ সহায়তা দেয়া শুরু করেছে। তাদের এই উদ্যোগটি নিঃসন্দেহে মহৎ। দেশে বসুন্ধরা গ্রুপের চেয়ে অনেক বড় শিল্প প্রতিষ্ঠান থাকলেও তারা করোনায় এই সময়ে এগিয়ে আসছে না। আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানকে অনেক ধন্যবাদ জানাই এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য।
সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল আরও বলেন, করোনার মধ্যেও কালের কন্ঠের শুভসংঘ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে। দেশের হতদরিদ্র মানুষকে খুঁজে খুঁজে তাদের পাশে দাড়াচ্ছে। বসুন্ধরা গ্রুপ সারা বাংলাদেশেই ত্রাণ বিতরণ করছে। তাই আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে তারা আজ দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সরকারের পাশে দাঁড়িয়েছেন। দেশের এই মুহুর্তে অন্যতম বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন শুভসংঘ তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে আমরা সেই প্রত্যাশা করি।
গতকাল শুক্রবার (৯ জুলাই) বিকেল ৩ টায় শুক্রবার বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে ৩০০ ও বিকেল ৫ টায় কাহারোল উপজেলা পরিষদ চত্তরে ৩০০ করে মোট ৬০০ জনকে বসুন্ধরা গ্রুপের সহায়তায় হতদরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান পৌছে দিয়েছে শুভসংঘের সদস্যরা। এ সময় বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপরোক্ত বক্তব্য রাখেন।
এছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল কাদের, পৌর মেয়র মোশাররফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আল মামুন, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আবদুর রাজ্জাক, শুভসংঘের দিনাজপুর জেলা শাখার সহসভাপতি জাকেনুর বাবু ও সহসভাপতি জাজেনুর বাবু, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত রাফি, বীরগঞ্জ উপজেলার শুভসংঘের উপদেষ্টা সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ রায় জিতু, তানভীর, রাখেশ, সাব্বির, আকাশ, জাহিদ, কামরুল, মোজাম্মেল, মাসুদ, রায়হান, সজন, রাব্বানা, ধনদেব, আরিফ, অটল রায়সহ স্টুডেন্ট এসোশিয়েশন অব বীরগঞ্জ দিনাজপুরের সাধারণ সম্পাদক মো. মোর্শেদ হাসান আসিফ প্রমুখ।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল হাসান বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি ভাবেও বিভিন্ন সংগঠন থেকে করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রæপের সহায়তায় আজকে শুভসংঘ আপনাদেরকে ত্রাণ দিল। তাই আমরা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। আপনারা লকডাউনের এই সময়ে কেউ ঘর থেকে বের হবেন না। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
এছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, শুভসংঘের দিনাজপুর জেলা শাখার সহসভাপতি জাকেনুর বাবু ও সহসভাপতি জাজেনুর বাবু, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত রাফিসহ শুভসংঘের নির্মল, শুভ, তানভির, রনি, প্রান্ত, পারভেজ, রাব্বি, এলিনা, নাহিদ, ইতি, মসাদ্দেক, সুমাইয়া, আলামিন, রকুনুজ্জামান ও রঞ্জন প্রমুখ।
Leave a Reply