বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা ।– ভরা আষাঢ়ে রংপুরের পীরগঞ্জে কাঙ্খিত বৃষ্টির দেখা নেই! ফলে মাঠ ঘাট জলশুন্য, নদী খালে নেই স্রোত! অথচ আকাশে সাদা-কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। ঋতু প্রকৃতি পরিবেশ দেখে মনে হচ্ছে এটা বর্ষাকল নয়, শরৎকাল!
ষড় ঋতুর দেশ বাংলাদেশ। বারো মাসে ৬ ঋতু । ঋতু বৈচিত্রর এই দেশে পঞ্জিকার হিসেব মতে আষাঢ়-শ্রবণ বর্ষাকাল। বর্ষাকালে ঝুম বৃষ্টি হবার কথা। গ্রামীণ রাস্তা ঘাট কাঁদা জলে একাকার হবার কথা;মাঠ-ঘাট, নালা , ডোবা, নদী খালে টৈটুম্বুর পানি থাকার কথা কিন্তু এবার তেমন একটা বৃষ্টিপাত হয়নি, ফলে জল শুন্য এখন পীরগঞ্জ উপজেলার আদিগন্ত ফসলের মাঠ! স্রোত নেই নদী খালে।
অভিজ্ঞজনদের মতে, অতিতে ঋতুর এমন বৈরী আচরণ তেমন একটা দেখা যাইনি! তাছাড়া আবহাওয়া বিভাগের পূর্বাভাসের সাথেও যেন প্রহসন করছে বর্ষাঋতু।
কৃষকরা আশংকা করছেন, আজ আষাঢ়ের ২৬ তারিখ,৫দিন পর শ্রাবণ মাসের সূচনা হবে। এর মধ্যে যদি ভারি বর্ষণ না হয় তা হলে আমন আবাদের জন্য সেচের মাধ্যমে জলের ব্যবস্থা করে তবেই আমন ধানের চারা রোপন করতে হবে। অবশ্য আশাবাদি মানুষরা মনে করেন খুব শিঘ্রই বর্ষা নামবে এই অঞ্চলে।
Leave a Reply