ছাদোকুল ইসলাম রুবেল।- জেলার পলাশবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে ২১ মে উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটাররা তরুন উদায়মান সমাজসেবক তৌহিদুলকে উপজেলার চেয়ারম্যান হিসাবে পেতেই মরিয়া হয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে যাচ্ছেন। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী বর্মী সমার্থকরা কাক ডাক ভোর থেকে গভীর রাত পর্যন্ত পাড়া মহল্লা নতুন ভোটার নারী ভোটারদের নিকট যাচ্ছেন।
১১মে শনিবার কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা গভীর রাত পর্যন্ত পলাশবাড়ী পৌর এলাকায় হরিণমারী,নুরপুর,আন্দুয়া,বেঙ্গলিয়া গ্রামেসহ বিভিন্ন হাটবাজারে ওঠান বৈঠক করেন এই তরুন প্রার্থী। তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়াত কলাম মার্কায় ভোট প্রার্থনা করেন। দিন যখই এগিয়ে আসছে ততোই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারন ভোটাররা তার ডাকে সারা দিয়ে নতুন মহীলা ভোটারদের ভোচ কেন্দ্র আনার জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জোরে সোরে।
উল্লোখ্য পলাশবাড়ী পৌরসভা ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ২ শত ৬ জন এবং মহিলা ১ লাখ ১৪ হাজার ২ জন ও হিজরা ১ জন।
Leave a Reply