সুলতান আহমেদ সোনা।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় একটি মন্দিরের নামে বরাদ্দকৃত টাকা মন্দির কমিটি পায়নি। এ কারনে প্রশ্ন উঠেছে, মন্দির উন্নয়নের নামে বরাদ্দকৃত টাকা গেল কোথায় ? মন্দিরটির অবস্থান পীরগঞ্জ উপজেলার ১নং চৈত্রকোল ইউনিয়নের ভাদুরাঘাট গ্রামে। মন্দিরটির নাম ভাদুরাঘাট সার্বজনীন শারদীয় দূর্গা মন্দির। এই মন্দিরটির নামে ২০২০-২০২১ অর্থ বছরে মন্দির উন্নয়নে জন্য কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের অধীনে ১ লক্ষ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু স্থানীয় হিন্দু সম্প্রদায় ও মন্দির কমিটির দাবী তারা বরাদ্দকৃত টাকা পাননি। ফলে বাধ্য হয়ে নিজেরা চাঁদা দিয়ে, হাত পেতে বেড়া সরিয়ে ইটের গাথুনি আর টিনের চালা দিয়ে তৈরী করেছেন এই মন্দির। গত ২৬ এপ্রিল/২১ খ্রি: সোমবার অভিযোগ পেয়ে ভাদুরাঘাট গেলে স্থানীয় লোকজন জানান, তারা মন্দিরের নামে বরাদ্দকৃত অর্থের খোঁজে উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসার মিজানুর রহমানের সাথে দেখা করেছেন, তিনি বিষয়টি দেখবেন বলেছেন কিন্তু টাকা উদ্ধার হয়নি। তারা জানান, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় এর সাথেও কথা বলেছেন কিন্তু কাজ হয়নি। এবার তারা সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখেছেন মন্দিরের নামে বরাদ্দকৃত ১ লক্ষ ৫৯ হাজার টাকা গেল কোথায় ? এদিন তাৎক্ষনিক ভাবে সাংবাদিক হিসেবে তাদের প্রশ্নে উত্তর দিতে ব্যর্থ হলেও আমনুসন্ধান করা হচ্ছে, মন্দিরের নামে বরাদ্দকৃত টাকা গেল কোথায় ?
Leave a Reply