নিজস্ব প্রতিবেদক।- রংপুরের মিঠাপুকুর উপজেলায় থেলাসিমিয়া রোগে আক্রান্ত এক শিশু চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ৭ ফেব্রুয়ারি রোববার বিকেলে উপজেলার মোলহাটে আনুষ্ঠানিকভাবে শিশুটির পরিবারের কাছে প্রধানমন্ত্রীর দেয়া চেক হস্তান্তর করেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা। জানা গেছে, মিঠাপুকুর উপজেলায় রানীপুকুর ইউনিয়নের মোলংহাট হাবিবপুর গ্রামের হাফিজুর রহমানের শিশু পূত্র দীর্ঘ দিন থেকে থেলাসিমিয়া রোগে আক্রান্ত ছিলেন টাকার অভাবে চিকিৎসা করতে পারছিলনা। বিভিন্ন জায়গায় আবেদন করেও সাড়া পাচ্ছিলেন না। এমন সময় ওই পরিবারের পাশে দাড়ান জেলা আওয়ামী লীগ নেতা মওলা। তিনি তাদের দিয়ে প্রধানমন্ত্রীর তহবিলে আবেদন করান। পরে তার প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়। ৭ ফেব্রুয়ারি রবিবার বিকালে প্রধানমন্ত্রীর সেই চেক শিশুটির বাবার কাছে হস্তান্তর করা হয়।এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply