বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

মূখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ গ্রহন মোদির অভিনন্দন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৩০ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ৫ মে/ ২১ খ্রি: বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে পশ্চিমবঙ্গে সর্বাদীক আসনে নির্বাচিত তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জি শপথ নিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাই শপথ নেনে। রাজ্যের রাজভবনের থ্রোন হলে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা। আজ বৃহস্পতিবার ও কাল বিধানসভায় শপথ নেবেন সদ্য বিজয়ী বিধায়করা। এদিন করোনা সংক্রমণের কারণে মাত্র ৫০ জন অতিথি নিয়ে অনাড়ম্বর ও সংক্ষিপ্ত শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে। অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন মমতার ভাতিজা তথা তৃণমূল সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি, তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর (পিকে), তৃণমূল সংসদ সদস্য সুদীপ ব্যানার্জি, সৌগত রায়, দীপক অধিকারী (দেব), শতাব্দী রায়, সুব্রত বক্সি, সদ্য জয়ী বিধায়ক সুব্রত মুখার্জি, পার্থ চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বিমান ব্যানার্জি। এ ছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস সংসদ সদস্য প্রদীপ ভট্টাচার্য, মুখ্যসচিব আলাপন ব্যানার্জি, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদীসহ সরকারের শীর্ষস্তরের কর্মকর্তাগণ। মততা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে তাকে অভিনন্দন জানিয়েছেন।  কভিড স্বাস্থ্যবিধি মেনে আধাঘণ্টারও কম সময় ধরে চলে শপথগ্রহণ অনুষ্ঠান। শপথগ্রহণ শেষে উপস্থিত সবার সঙ্গে সৌজন্যবিনিময় করেন রাজ্যপাল। এরপর মমতা ব্যানার্জি, প্রশান্ত কিশোর, অভিষেক ব্যানার্জি, দেবকে পাশে নিয়ে ফটোসেশনে যোগ দেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পর রাজভবনে একটি চা-চক্রের আয়োজন করা হয়েছিল। তা সেরে তিনি রাজ্য সরকারের সচিবালয় নবান্নে পৌঁছেন। শপথ গ্রহনের পর মমতা সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো করোনাকে মোকাবিলা করা। সবাইকে আমি আমন্ত্রণ জানাতে পারিনি। কভিড স্বাস্থ্যবিধি মেনেই রাজ্যপাল ও আমার অতিথি নিয়ে মাত্র ৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই দয়া করে কেউ কিছু মনে করবেন না। আমায় ক্ষমা করে দেবেন। করোনার সময়কালে আপনারা সবাই অনেক কাজ করেছেন। তাই আপনাদের সবাইকেই আমন্ত্রণ করা উচিত ছিল। কিন্তু আমি করতে পারিনি। তবে করোনা শেষ হলে আমরা ব্রিগেড ময়দানে বিজয় উৎসব করব, তখন সবাইকে এমনকি বাইরের অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে।’গত রবিবার রাজ্য বিধানসভার গণনার পর রাত থেকেই রাজ্যজুড়ে যে সহিংসতা চলে আসছে তা নিয়েও এদিন মুখ খোলেন মমতা ব্যানার্জি। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই সব রাজনৈতিক দলকে শান্তিু বজায় রাখার আবেদন জানিয়েছেন মমতা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com