বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

রংপুরে খোলাবাজারে চাল ও আটা বিক্রি শুরু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৯৮ বার পঠিত

রংপুর থেকে হারুন উর রশিদ সোহেল।- করোনাকালীন সংকট মোকাবেলায় রংপুরে খোলাবাজারে বিশেষ ওএমএস’র চাল বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন ১ হাজার পাঁচশ ভোক্তা ৩০ টাকা দরে পাঁচ কেজি করে চাল ও আঠারো টাকা দরে আটা কিনতে পারবেন। মূলত অসহায়, দুস্থ, নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জন্য বিশেষ এই কার্যক্রম শুরু করেছে সরকার।

রবিবার দুপুরে নগরীর রবার্টসনগঞ্জ স্কুল মাঠে বিশেষ ওএমএস’র কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা। রংপুর জেলা খাদ্য বিভাগ এর অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম, রংপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা প্রমুখ।

রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের জানান, রংপুর সিটি করপোরেশন ছাড়াও হারাগাছ, বদরগঞ্জ ও পীরগঞ্জ পৌরসভা এলাকায় ওএমএস’র চাল ও আটা বিক্রি করা হবে। সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন তিনটি ট্রাকে করে সাত হাজার পাঁচশত কেজি চাল ও এক হাজার পাঁচশত কেজি আটা বিক্রি করা হবে। আগামী ৭ আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com