রবিবার, ১৯ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

রংপুরে ছাত্র ইউনিয়নের ৩২তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩১৪ বার পঠিত
রংপুর প্রতিনিধি।- “বিচারহীনতা-নিপীড়ন-ধর্ষণ- সাম্প্রদায়িক হত্যা, রুখে দাঁড়ায়ও ছাত্র-জনতা”- এই শ্লোগানকে সামনে রেখে ১৫ নভেম্বর ২০২০ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের ৩২তম জেলা সম্মেলন টাউন হল চত্বরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে সম্মেলনে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড.শাশ্বত ভট্টাচার্য। সম্মেলনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল। এছাড়াও আরো বক্তব্য রাখেন ধর্ষণ বিরোধী আন্দোলনের নেতা আসমানী আশা, রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রাতুজ্জামান রাতুল, কারমাইকেল কলেজ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মির্জা মেহেদী সৌরভ প্রমূখ। সম্মেলনে বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরন বন্ধ করে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একই ধারার-গণনমূখী-বিজ্ঞানভিত্তিক-অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান। একই সাথে বক্তারা লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার মিথ্যা গুজব ছড়িয়ে নৃশংসভাবে সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার বিচারসহ  সারাদেশে অব্যাহতভাবে সংঘটিত ধর্ষণ-গুম-খুন-সাম্প্রদায়িক হত্যার বিচারেরও জোর দাবি জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টাউন হল চত্বর থেকে একটি মিছিল রংপুর মহানগরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে টাউন হল রুমে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে মিলিত হয়। কাউন্সিল অধিবেশনে  আবু সালেহ সিহাবকে সভাপতি এবং অাশিষ সরকারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি  গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com