রংপুর প্রতিনিধি।- রংপুরে নকল কয়েল ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার কয়েল জব্দ করেছে ডিবি। এ সময় ফ্যাক্টরীর উৎপাদন বন্ধসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ১০ ফেব্রুয়ারি বুধবার রাতে নগরীর সাতগাড়া দারোগা মোড়ে এসকে ফুড এন্ড কোম্পানিতে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসকে ফুড এন্ড কোম্পানিতে অভিযান চালায় ডিবি। এ সময় ৫ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ নকল পারফেক্ট কয়েল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক তৈয়বুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের করাদন্ড দেন। একই সময় কারখানার সকল উৎপাদন বন্ধ করার আদেশ দেন।
Leave a Reply