সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

রংপুরে পুলিশের নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২৮৩ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার সকালে কোতয়ালী থানার ৬নং বিটের উদ্যোগে মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে একযোগে ৫৫টি বিটে সমাবেশের উদ্বোধন করেন, পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আতোয়ার রহমান সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্নাসহ সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী। সমাবেশে পুলিশ কমিশনার বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য নারী ও শিশু নির্যাতনসহ ধর্ষণের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সমাজের প্রতিটি স্থরের মানুষকে এগিয়ে আসতে হবে।
এদিকে রংপুর জেলা পুলিশের আয়োজনে কোতোয়ালী থানা নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য।এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশের প্রধান অতিথি বলেন, নারীর প্রতি সহিংসতা নিরসনে, রংপুর জেলা পুলিশ আপনার পাশে আছে। নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ, নারী নির্যাতন প্রতিরোধে রুখে দাড়াই নারী পুরুষ একসাথে, নারী নির্যাতন বন্ধ করি নিরাপদ দেশ গড়ি, এইহোক অঙ্গীকার নারী নির্যাতন নয় আর, এই ধরনের শ্লোগানে শ্লোগানে মুখোরিত সমাবেশে উপস্থিত অতিথিদের বক্তব্যে মাধ্যমে সমাবেশ শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com