রংপুর প্রতিনিধি।- রংপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৮ দফা দাবিতে শিক্ষার্থী-অবিভাবকদের গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। করোনাকালীন বেতন ফি মওকুফ কর, এসাইনমেন্টের নামে আদায়কৃত ফি ফেরত দিতে হবে, নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার রোডম্যাপ ঘোষনা করতে হবে, সেশনজট রোধে দ্রুত এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ করতে হবে, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধ করতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান আবাসিক হল খুলে দিয়ে আবাসনের ব্যবস্থা করে পরীক্ষা নিতে হবে, অছাত্র-সন্ত্রাসীদের হল থেকে বিতারন করতে হবে, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ করতে হবে, অগ্রাধিকারভিত্তিতে শিক্ষক – শিক্ষার্থীদের বিনামূল্যে ভ্যাক্সিন দিতে হবে। উক্ত ৮ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ এর উদ্যোগ এ শিক্ষার্থী -অভিভাবকের মাঝে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। গত ২৭/০১/২০২১ ইং তারিখ থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হয়। উক্ত কর্মসূচী আগামী ১৫/২/২০২১ইং তারিখ পর্যন্ত চলবে।
Leave a Reply