নিজস্ব প্রতিবেদক।- স্বৈরাচারবিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালন করেছে বাম ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর ও পীরগাছা উপজেলা কমিটি। ১৪ ফেব্রুয়ারি রোববার সকালে নগরীতে র্যালী বের করে তারা। পরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ফ্রন্ট মহানগর কমিটির সদস্য রাজু বাসফোর এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট মহানগরের আহবায়ক সাজু বাসফোর, সদস্য নিত্যানন্দ বর্মন প্রমুখ। বক্তারা বলেন, ১৯৮৩সালে ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী ছাত্র-গণ আন্দোলনের ইতিহাস আজকের ছাত্রসমাজ ভুলতে বসেছে। স্বৈরশাসকের প্রতিক্রিয়াশীল বস্তাপচা শিক্ষানীতি বাতি, ছাত্রবন্দীদের মুক্তি ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে ও গণমুখী, বৈজ্ঞানিক, অসাম্প্রদায়িক শিক্ষানীতির দাবিতে ১৪ ফেব্রুয়ারী কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বায়ট কারসহ টিয়ার গ্যাস নিক্ষেপ ও বেপরোয়াভাবে গুলি চালায়।রক্তে রাজপথ রঞ্জিত হয়। জাফর, জয়নাল,দিপালী সাহা,আইয়ুব, কাঞ্চন আর নাম না জানা কত ছাত্র, শিক্ষকদের তাজা প্রাণ হারান। আজ সামরিক বাহিনীর নেই তার বদলে সাদা পোশাকে সংবিধানের নামে চলছে ফ্যাসীবাদী শোষণ-নিপীড়ন।এর বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাড়াতে হবে।
Leave a Reply