রবিবার, ১১ মে ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

রংপুর চিনিকলের আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৯০ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- রাষ্ট্রায়ত্ত্ব ৬টি চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধার রংপুর চিনিকলের আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ সকালে জেলার মহিমাগঞ্জে চিনিকলের প্রধান ফটকের সামনের রাস্তায় টায়ার জালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে তাঁরা। এ সময় শ্রমিক ও আখচাষী নেতৃবৃন্দ অবিলম্বে রাষ্ট্রায়াত্ত সকল চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন প্রদানের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে রেলপথ ও রাজপথ অচল করে দেয়া হবে বলে ঘোষণা করেন তাঁরা।
সড়ক অবরোধে খবর পেয়ে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে সড়ক অবরোধ বন্ধে অনুরোধ করলেও শ্রমিক ও আখচাষীরা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com