নিজস্ব প্রতিবেদক।- রংপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নিরষ্কুশ সংখ্যক গরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেন উৎপল-আনোয়ারুল পরিষদ। আর এই পরিষদে রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহমুদুর রহমান টিটু সর্বোচ্চ ভোট পেয়ে কার্য্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। রংপুর জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ও নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।পদাধিকার বলে রংপুর জেলা প্রশাসক সভাপতি ছাড়া সর্বমোট ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম (৯৪) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এছাড়াও সহ-সভাপতি পদে মঞ্জুর আহমেদ আজাদ (১০০), মোয়াজ্জেম হোসেন লাবলু (৯৫), এনামুল হক সোহেল (৯৪), সত্য ব্রত সরকার উৎপল (৯১), যূগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সামসুল আলম (৯২), সামছুজ্জামান (জামান)(৭৭), কোষাধ্যক্ষ খন্দকার আব্দুল মজিদ হিরু (৯৩), কার্যনির্বাহী সদস্য রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহমুদুর রহমান টিটু সর্বোচ্চ ভোট (১১৫), আলহাজ্ব মোঃ তানভীর হোসেন আশরাফী (১১০), মোঃ রফিকুল আলম (১১০), জিয়াউর রহমান লরিন (১০৮), শামীম খাঁন মিসকিন (১০৪), আলহাজ্ব আবু ছালেক লিটন (১০৩), নাসিম উদ্দিন বাবু (১০২), শুভ রঞ্জন দেব বাবলু (১০১), ইমতিয়াজ আহম্মেদ ইমন (৯৯), সাঈদ পারভেজ (৯৯), রুবায়েত হোসেন খাঁন (৯৮), জাভেদ হাসান (৯৪), আতিক উল্লাহ আতিক (৯২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন এবং বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাহী সদস্য উপজেলা ক্রীড়া সংস্থার (সংরক্ষিত) আনোয়ার সাদাৎ লেমন, মেহেদী হাসান রনি, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি ও নাজমিন নাহার।উল্লেখ্য, গত ১১ই ফেব্রুয়ারী রংপুর স্টেডিয়ামে রংপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
Leave a Reply