বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুরে চীনের দেওয়া হাসপাতাল নির্মানের দাবীতে মানববন্ধন পীরগঞ্জে বিএনপির ৩১দফার লিফলেট বিতরণ   বিরামপুরে চলতি মৌসুমে চাল সংগ্রহের শুভ উদ্বোধন  স্বৈরাচার শেখ হাসিনা সরকার কখনো তিস্তা নিয়ে ভাবেনি-দুলু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য হলেন সামসুজ্জামান সামু রংপুর বিভাগের ৫৯ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫এক্সের বৈশিষ্ট্য প্রাইম ব্যাংক ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট এর মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ শাখার সম্পাদকের জন্মদিন পালন

রংপুর নগরীতে  বাড়িতে হামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৮৫ বার পঠিত

সোহেল রশিদ  ।- রংপুর নগরীতে সিনেমা স্টাইলে দিনদুপুরে বাড়ি ডাকাতি, হামলা, ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। এঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় ভুক্তভোগী ফরহাদ হোসেনের বোন আয়শা সিদ্দিকা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আসামীরা হলেন, আলমগীর, সালমান, সৌরভ হোসেন, সাবানা বেগম ও হ্যাপি বেগমসহ অজ্ঞাত ১০-১৫ জন। আসামীদের অব্যাহত হুমকি ও জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৩ মে থানায় আবারও একটি জিডি করেন ভুক্তভোগি পরিবার। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর গনেশপুর এলাকায়।
হামলার সময়কার একটি সিসি ফুটেস ভাইরাল হয়েছে। সিসি ফুটেজে দেখা যায়, একদল কিশোর দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে। দেখানে লোহার সব্বল, চাপাতি, খুর, বাশ, লোহার পাইপ নিয়ে ঐ বাড়িতে হামলা করে। বাসায় থাকা আলমারীসহ আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। আবার বাড়িতে থাকা নারীদের উপড়ে চড়াও হতে দেখা যায়। একজন নারীর গলাটিপে ধরেন আসামী পক্ষের নারীরা। আর দেশীয় অস্ত্র হাতে তরুণদের দেখা যায় বন্ধ গেটে লোহার সবল দিয়ে মারতে। আবার অন্য এক লাল শার্ট পড়া তরুণ গেটে লাথি মারে দরড়া ভেঙ্গে আলমারি বের করে নিয়ে যায়।
মামলায় বলা হয়েছে, গত ২৭ এপ্রিল শনিবার রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত ১০-১৫ জন বে আইনি ভাবে দলবদ্ধ হয়ে হাতে লাঠি, সোটা, লোহার রড, ধারালো চাকু, সাবলসহ বেশকিছু দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করেন। প্রথমে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মামলায় আরও বলা হয়েছে, আমার ছোট ভাই ফরহাদ হোসেন প্রতিবাদ করলে আসামীরা আমার ভাইয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে আমার ছোট ভাই মাটিতে পরে গেলে আসামীদের হাতে থাকা চাকু দিয়ে আমার ভাই ফরহাদ হোসেনের বুকে চাকু ঢুকে দেয় পরে রক্তাক্ত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা।হয়।
এসময় আমার ছোট ভাইয়ের স্ত্রী লাকি, তার ছোট মেয়ে ফিমা ও ফারহা তার বাবাকে পরে থাকতে দেখে এগিয়ে আসলে আসামীরা তাদেরকেও ছাড় দেয়নি। এলোপাতাড়ি কিল-ঘুষি মারপিট করে। তার প্রোমান বাসায় থাকা সিসি ফুটেজ। মামলার এজাহারে আরও বলা হয়েছে, বাসায় জমি বিক্রির ১৫ লক্ষ টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার যার মূল্য ৬ লক্ষ টাকা আলমারিতে ছিলো। আসামীরা এসব টাকা ও সোনা নিয়ে যায়।
এবিষয়ে মামলার বাদি আয়শা সিদ্দিকা বলেন, আমার ভাইয়ের বাসা যারা হামলা চালিয়েছে, তারা বাহির থেকে ভাড়াটে গুন্ডা ভারা করে নিয়ে এসেছে। বেশিরভাগে কিশোর গ্যাংয়ের সদস্য।
তিনি আরও বলেন,আসামীরা দিনদুপুরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরছে না পুলিশ। উল্টো আসামীরা আমার ভাইকে হুমকি দিচ্ছি মের ফেলার।
এবিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, কিশোর বয়সী কিছু মাদকসেবী বিভিন্ন অপরাধের সাথে জড়ীত রয়েছে। রিসেন্ট আমরা দেখেছি। কিশোর গ্যাং বলতে এরা পেশাদার অপরাধ করে না। ব্যাট কেরেক্টার এডিক্টেট। আমরা এদের আইনের আওতায় এনেছি। তিনি নগর বাসীকে অনুরোধ জানিয়ে বলেন, এরকম অপরাধ যেখানেই দেখবেন হয় পুলিশকে জানাবেন না হয় ৯৯৯ নাম্বারে ফোন করে জানাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com