শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

রসিকে সরকার দলীয় প্রার্থী প্রতিনিধিত্ব করলে উন্নয়নের গতি বাড়ত -তুষার কান্তি মন্ডল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৮৭ বার পঠিত

হারুন উর রশিদ।- রংপুর সিটি করপোরেশনের নির্বাচন (রসিক) দেখতে দেখতে পাঁচ বছর হতে চলল। সবকিছু ঠিকঠাক মতো থাকলে আগামী ডিসেম্বরে রসিক নির্বাচন হওয়ার কথা রয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা এখন থেকেই তোড়জোড় শুরু করেছেন। নগরবাসীর উন্নয়নের স্বার্থে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে বুধবার সংবাদ সম্মেলন করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
২০ জুলাই/২২ খ্রি: বুধবার দেওয়ানবাড়ি রোডস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তুষার কান্তি বলেন, ‘৪৮ বছর ধরে রংপুর-৩ সদর আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচিত হয়নি। এরপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জেলার উন্নয়ন করে যাচ্ছেন। সদর আসন ও সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী প্রতিনিধিত্ব করলে জেলার উন্নয়নের গতি বাড়ত। বর্তমান সরকার দলীয় মেয়র না থাকায় সিটি করপোরেশনে মেগা প্রকল্প ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই আগামীতে আমি নির্বাচন করবো ও প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দেবেন বলে আমার ও স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা।’
তিনি বলেন, ‘সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষে ২০১৮ সাল থেকে তিনি নগরীর ১৮৬টি মৌজার ৯৫২টি পাড়া-মহল্লায় খুলি ও উঠান বৈঠক করেছেন। নির্বাচনে জয় লাভের জন্য নগরীর ৬টি থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রম বেগবান করতে মতবিনিময়, ঈদ পুনর্মিলনীসহ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল হক হারুন, যুগ্ম সম্পাদক রওশানুল কায়সার সংগ্রাম, নিধুরাম অধিকারী, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানী, হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, হাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদা বেগম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম, মাহিগঞ্জ থানার সাধারণ সম্পাদক কামরুজ্জামান পাটোয়ারী, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান প্রমুখ। এসময় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com