কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত কিশোরগঞ্জের কটিয়াদীর শ্রমিক পারুলকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। পারুল (১৯) কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের মো. রোকনের মেয়ে। গত বৃহস্পতিবার দুপুরে গৌরিপুর গ্রামের বাড়িতে গিয়ে পারুলের মা ফরিদার হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক শাহ মোফাখখারুল ইসলাম এবং কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল। এ সময় সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাসেম আকন্দ উপস্থিত ছিলেন। অনুদানের চেক হস্তান্তর করার আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক শাহ মোফাখখারুল ইসলাম এবং কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল অগ্নিকাণ্ডে আহত পারুলের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পারুল অগ্নিকাÐের সময় রশি ধরে নিচে নেমে প্রাণে রক্ষা পেলেও শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ১০ জুলাই তিনি কটিয়াদীর গৌরিপুর গ্রামের বাড়িতে ফিরেন। এরপর থেকে বাড়িতেই তিনি শয্যাশায়ী অবস্থায় রয়েছেন।
Leave a Reply