রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ  কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১১ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে অবস্হিত রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

শনিবার (৪ মে) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া  দিনাজপুর জেলার পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ  কারখানা পরিদর্শন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত রেল ইঞ্জিন মেরামতের অন্যতম প্রতিষ্ঠান রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ রেলের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি/আরএস) পার্থ সরকার, মোঃ আব্দুল বাতেন, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর রেঞ্জ, রেলের পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার, রেলওয়ে পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান সরকার, জেলা প্রশাসক, দিনাজপুর, শাকিল আহমেদ,পুলিশ সুপার দিনাজপুর শাহ ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল), মোঃ ফরহাদ হোসেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, পৌর মেয়র আমজাদ হোসেন ও প্রধান নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com