রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
 ২৯ ও ৩০ এপ্রিল পীরগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা  আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত সংবাদ পরিবেশনের  ২ মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে  চাঁদাবাজি মামলা দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ পার্বতীপুর রেলওয়ে জংশনে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সকল ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের ছোয়া পাচ্ছে -গোপাল এমপি

ফজিবর রহমান বাবু
  • আপডেট সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৩২ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।-দি নাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রত্যেক ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। যারা ধর্মের নামে অরাজকতা সৃস্টি করে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে, তারা কখনও ধার্মিক হতে পারে না। ধর্ম পালন করতে হবে, পাশাপাশি অন্য ধর্মের প্রতি সমান শ্রদ্ধাবোধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই, সকল ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের ছোয়া পাচ্ছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যদি অস্ত্র হাতে না নিতো, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। কোন একক ধর্মের দ্বারা মুক্তিযুদ্ধ সংঘটিত হয় নি। বরং সকল ধর্মের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই দেশপ্রেমিক হতে হবে। কাজেই মুক্তিযুদ্ধে কারো অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

রোববার (২৯ মে ২০২২) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে কাহারোল দশমাইল শ্রীশ্রী শিব দুর্গা কালী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, দিনাজপুর জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ সহকারী প্রকৌশলী মো. শাহিন আলম, শমাইল শ্রীশ্রী শিব দুর্গা কালী মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ বর্মন ও সাধারন সম্পাদক অজয় কুমার রায় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com