উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরের সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা শনিবার রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের সোবাহানমোড় এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস স্থাপন করা হয়। ওই ইউনিয়নে শুরু থেকে নির্বাচনী প্রচার-প্রচারনায় কোন অপ্রিতিকর ঘটনা না ঘটলেও শেষ মুহুর্তে গত ৬ নভেম্বর শনিবার রাত ১২ টা পর্যন্ত নির্বাচনী কাজ সেরে কর্মীরা বাড়িতে চলে যায়। আর এই সুযোগে কে বা কাহারা রাতের যে কোন সময় নির্বাচনী অফিসে পেট্রোল ঢেলে দিয়ে অগ্নিসংযোগ করে। এতে ওই অফিসে থাকা পোষ্টার, প্যানা ও ডেকোরেশনের কাপড় পুড়ে যায়। নির্বাচনী কাজের জন্য কয়েকজন নেতা কর্মী রোববার সকালে এসে দেখেন নির্বাচনী অফিস পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ইউনিয়নে থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন এলাকাবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে নৌকার মাঝি গৌরদাস রায় চৌধুরী বলেন, প্রতিপক্ষরা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে আমার নির্বাচনী অফিসে আগুন দিয়ে ভীতি সৃষ্টির পায়তারা করছে। জনগণ এদেরকে প্রত্যাখ্যান করবে বলে আশা করি।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply