বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুরে চীনের দেওয়া হাসপাতাল নির্মানের দাবীতে মানববন্ধন পীরগঞ্জে বিএনপির ৩১দফার লিফলেট বিতরণ   বিরামপুরে চলতি মৌসুমে চাল সংগ্রহের শুভ উদ্বোধন  স্বৈরাচার শেখ হাসিনা সরকার কখনো তিস্তা নিয়ে ভাবেনি-দুলু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য হলেন সামসুজ্জামান সামু রংপুর বিভাগের ৫৯ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫এক্সের বৈশিষ্ট্য প্রাইম ব্যাংক ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট এর মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ শাখার সম্পাদকের জন্মদিন পালন

সকল শর্ত পূরুণের পরও এমপিও ভূক্ত হয়নি এই স্কুলটি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৬২ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- সকল সর্ত পূরুণের পরও এমপিও ভূক্ত হয়নি দিনাজপুর জেলার পার্বতীপুরের পিরোজপুর উচ্চ বিদ্যালয় । ২০০৩ ইং সালে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়ন এলাকায় গড়ে উঠা এই বিদ্যালয়টির ইআই আই ইআইআইএন নং-১৩৭৭৭৯, হাই স্কুল কোড-৯২০৭ ।বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষক/কর্মচারী রয়েছে  ১৫ জন। এমপিও ভূক্ত না হওয়ার কারনে যাঁদের করতে হচ্ছে মানবতর জীবন যাপন।
জানা গেছে,পিরোজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা-২৭৮ জন । জেএসসি-৪৮ জন । পাশের হার-১০০%  এসএসসি ২৫ জন । পাশের হার ৭০% । ৬ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন-৪৪ জন ২০২১ সালের এমপিও নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ আছে এবং এমপিও ভুক্তির আবেদিত স্তর-নিম্ন মাধ্যমিক । অতিরিক্ত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পর্যায়ের পাঠ দান অনুমোদন আছে ।
নিম্ন মাধ্যমিক পর্যায়ের অনুমোদন ১/১০/২০১৫।
আইসিটি অনুমোদন ১/১০/২০১৬। মাধ্যমিক পর্যায়ের অনুমোদন ১/১০/২০১৯। একাডেমিক স্বীকৃতি ০১/০১/২০২৩ । গত বছর এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ ছিল ।
বিদ্যালয়টি পার্বতীপুরের হাবড়া ইউনিয়নের পিরোজপুর  মৌজার ১ একর ৩ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত । বিদ্যালয়ের  গ্রামে মুসলমান, হিন্দু , আদিবাসী এবং হরিজন সম্প্রদায়ের লোক বাস করে । তারা ৯৫% ভূমিহীন গরীব মানুষ । পিছিয়ে পড়া এলাকার মানুষ সবাই । ১৫ বছর আগে এই পিরোজপুরের তিন গ্রামের মানুষের চলাচলের কোন রাস্তা ছিল না । এলাকাবাসী একত্রিত হয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং এমপি মহোদয়ের সহযোগীতায় স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তা নির্মাণ করে ।
২০১৬ সালে এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব  হাফিজুল ইসলাম প্রামাণিক  ও  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আনিসুজ্জামান সরকারের সহযোগীতায় শতভাগ বিদ্যুতায়ন হয় । আনুমানিক ৩০ থেকে ৪০ বছর আগে এই পিরোজপুর এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বানভাসি এবং ছিন্নমূল গরীব মানুষ এসে বসতি স্থাপন করে হেতু এলাকাটি অনেক পিছিয়ে পড়া ।
এই পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাফি সরকারি চাকরি ছেড়ে দিয়ে এই গ্রামে সরকারী সকল শর্ত পূরুণ করে প্রাইমারি এবং হাইস্কুল গড়ে তুলে  বিনা বেতনে পাঠ দান করায়।
প্রতি বছর এই এলাকা থেকে ৪০/৫০ জন ছেলে মেয়ে উচ্চ শিক্ষা লাভের জন্য কলেজে ভর্তি হয় ।
শিলি বৃষ্টির কারণে বিদ্যালয়ের ১৫ টি কক্ষের মধ্যে ৯টি শ্রেণী কক্ষ ক্ষতিগ্রন্থ হয়েছে । আর্থিক দৈন্যতার কারনে সেগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাফি বলেন,বিদ্যালয় এমপিও ভূক্তির সকল সর্ত পূরুণ করা হলেও আজও বিদ্যালয়টি এমপিও ভূক্ত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com