হারুন উর রশিদ সোহেল।- গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণকারি রংপুর মহানগরীর তাজহাট মোল্লাপাড়ার বাসিন্দা ও তৎকালীন শহর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সেলিম উল্ল্যাহ হক সেলিমের দুই কন্যা প্রীতি ও ঋতুর পরিবারের স্বজনদের সমবেদনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একটি প্রতিনিধি দল উপস্থিত হন। একই সাথে তারা ওই দুর্ঘটনায় নিহত তার ভাগ্নী অনামিকার পরিবারকের সমবেদনা জানান। বুধবার রাতে যুবদল কেন্দ্রীয় ও রংপুর জেলা এবং মহানগরীর স্থানীয় নেতারা সাবেক যুবদল নেতা সেলিমের রংপুর মহানগরীর তাজহাট মোল্লাপাড়ার বাড়িতে যান। যুবদলের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় টিমের প্রধান রুহুল আমিন আকিল, সহ-সভাপতি ও ঠাকুরগাঁও জেলার সভাপতি চৌধুরী মুহিবুল্লা আবু নূর, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও রংপুর জেলার সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক,সামসুল হক ঝন্টু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক,লিটন পারভেজ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব আহমেদ, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পদাক শাহ্ জিল্লুর রহমান জেমস, মহানগর যুবদলের সহ-সভাপতি এনায়েত উল্লাহ, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পদাক মাহাবুবুল আলম রোমেন, সাবেক জেলা যুবদল নেতা ও বর্তমান তাজহাট থানা যুবদলের সভাপতি প্রার্থী আব্দুল বাতেন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক বর্ষণ আহমেদ বিপ্লব, শ্রম বিষয়ক সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন, বন ও পরিবেশ সম্পাদক মেহেফুজ হোসেন হিরো, জেলা যুবদল নেতা বাদশা, মহানগর যুবদলের যুবনেতা আভাষ প্রমুখ। এসময় জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply