নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী রেজওয়ানা খানমের ব্যক্তিগত উদ্যোগে শেখপুরা ইউনিয়নের অসহায়-দুঃস্থ্য প্রতিবন্ধী মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
৭ জুলাই বুধবার বিকেল ৫টায় ইউনিয়নের ভাটিনা আলিম মাদ্রাসা প্রাঙ্গনে দুঃস্থ্য প্রতিবন্ধী পরিববারের সদস্যদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম।
ভাটিনা আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী রেজওয়ানা খানম, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, বিশিষ্ট ব্যক্তিত্ব আবুল হাসান, বেলাল হোসেন, খোরশেদ আলম, মিঠুন চন্দ্র রায়, গোলাম ইস্কান্দার বাবু প্রমুখ।
প্রসঙ্গত, দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী রেজওয়ানা খানম ব্যক্তিগত উদ্যোগে করোনা মহামারিতে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। এরই অংশ হিসেবে এবার সমাজের প্রতিবন্ধী মানুষের পাশে দাড়ালেন তিনি। করোনার পাশাপাশি বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষদের পাশে এগিয়ে আসতে দেখা গেছে এই রেজওয়ানা খানমকে।
Leave a Reply