রবিবার, ১৯ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

সমাজে ভাল মানুষের সাথে নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৩৩ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, যতই দিন যাচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। করোনার মহামারিতেও শিক্ষা ব্যবস্থা পিছিয়ে যাইনি। ২০২১ সালে সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল ভাল হয়েছে। শিক্ষার্থীরা ভাল করেছে। এর কারন একটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ দেশের সকল মানুষের কথা চিন্তা করে। কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নাই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পড়াশোনা করে দেশের সর্বোচ্চ মহলে চাকুরী করলেই হবে না, ভাল মানুষ হতে হবে। পিতা-মাতার মুখ উজ্জল করতে হবে। সকল প্রকার দুর্ণীতি মাদকদ্রব্য ও অপরাধ মুলক কাজ থেকে দুরে থাকতে হবে। সমাজে ভাল মানুষের সাথে নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে জ্ঞাণ, বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে গড়ে তুলতে হবে।

৫ জানুয়ারী বুধবার ২০২২ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী টিকিয়াপাড়াস্থ জামিল মেমোরিয়াল স্কুলের উদ্যোগে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

দিনাজপুর জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, কোতয়ালী ওসি মোজাফফর হোসেন, জামিল মেমোরিয়াল স্কুলের সহ-সভাপতি এ্যাড, সোহেব প্রমুখ। তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক সুফিয়া ফেরদৌসী। সাংস্কৃতিক ও আলোচনা শেষে পুরস্কার বিতরন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com