ছাদেকুল ইসলাম।-জেলার সাদুল্লাপুর উপজেলায় ধানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
নিহত হলেন, উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মাহাবুব (৩২)।বৃহস্পতিবার (১৬ মে) রাত ৯ টার এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, মাহাবুর রহমান ওই সময় নিজ বাড়িতে বোরো ধান মাড়াই করছিলেন। এই ধানগুলো পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান মাহাবুর।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৭,৮,৯ নম্বর ওয়ার্ড সদস্য হাসিনা বেগম বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি।
Leave a Reply