সোমবার, ১২ মে ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

সাপাহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪২৩ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলা সদরে অবস্থিত আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজ এর চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজ মাঠে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান হোসেন মন্ডল। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও শিরন্টি ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ আঃ বাকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্ল্যাহ্ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম গোপালপুর ফাজিল মাদ্রসার সুপার মাওলানা মোঃ এরফান আলী প্রমূখ। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সাবেক বিআরডিবি কর্মকর্তা মোঃ সোলায়মান আলী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী ও এস.এস.সি পরীক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম জানান, এ বছর উক্ত বিদ্যালয় হতে ৭০ জন ছাত্রী ও ১৩৪ জন ছাত্র সহ সর্বমোট ২০৪ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। এদেও মধ্যে বিজ্ঞান বিভাগ হতে ১৮৬ জন এবং মানবিক বিভাগ হতে ১৮ জন শিক্ষার্থী রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com