বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

সাপাহারে গভীর রাতে শীতার্ত ছিন্নমুল অসহায় মানুষের পাশে থানার ওসি তারেক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৬৬ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে গভীর রাতে বাজারে নৈশ প্রহরী ও অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো সাপাহার থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার।

তিনি শনিবার দিবাগত মধ্যে রাতে সদরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। ওই রাতে তিনি সদরের জিরোপয়েন্ট, বাসস্ট্যান্ড, হাসপাতাল মোড় সহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল মানুষ ও বাজারে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৈশ প্রহরীদের মাঝে নিজস্ব অর্থায়নে প্রায় অর্ধশত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। প্রচন্ড শীতের মাঝে ছিন্নমুল অসহায় লোকজন শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে ভীষণ খুশি। ওসি তারেকুর রহমান সরকার বলেন, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি তাই মানবিক কারনেই নিজস্ব প্রচেষ্টায় থানা পুলিশের পক্ষ থেকে ওই অর্ধশত শীতার্ত মানুষের মাঝে কম্বল গুলো দিতে পেরেছি। বিশেষ কওে প্রচন্ড শীতের মধ্যে রাতের বেলা দায়িত্ব রত নিরাপত্তা প্রহরী ও ছিন্নমুল মানুষ গুলো অনেক কষ্ট করেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই আমি রাতের বেলা শীতবস্ত্র নিয়ে বের হয়েছিলাম। কম্বল গুলো বিতরনের সময় সাপাহার থানা পুলিশের এস আই, এ এস আই গণ,পুলিশ সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com