রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

হরতালে রংপুরে জনজীবনে প্রভাব পড়েনি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২০৮ বার পঠিত

জেলা প্রতিনিধি।- হেফাজতে ইসলামের ডাকা হরতালে উত্তরের বিভাগীয় নগরী রংপুরে জনজীবনে কোন প্রভাব পড়েনি। নিত্যদিনের মতো সকল কর্যক্রম ছিলো স্বাভাবিক। রবিবার সকাল থেকেই দোকানপাট ও অফিস আদালত খোলা ছিল। আন্ত ঃজেলা বাসসহ সড়ক-মহাসড়কে সব ধরনের যান চলাচল করেছে। ট্রেন যোগাযোগ ব্যবস্থাও চালু ছিল। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। নগরীর জাহাজ কোম্পানির মোড়, পায়রা চত্বর, স্টেশন বাজার, কাচারি বাজার, মর্ডাণ মোড়, পার্কের মোড়, টার্মিনাল ও মাহিগঞ্জসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। এদিকে, দুপুরে রংপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে একটি হরতালবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরতালবিরোধী শ্লোগান দেয়। তবে হেফাজতের পক্ষ থেকে কোন ধরণের কর্মসূচী পালন করতে দেখা যায়নি। এদিকে ২৭ মার্চ শনিবার বিকেলে সম্মিলিত কওমি মাদরাসা পরিষদের রংপুর জেলা শাখার ব্যানারে হরতালের সমর্থনে নগরীতে বিক্ষোভ করা হলেও রবিবার তাদের মাঠে দেখা যায়নি। রংপুরের হেফাজত ইসলামের নেতা মুফতি ইউনুস আলী গণমাধ্যমকে জানান, আমরা হরতালের কর্মসূচি দিয়েছি। পরবর্তী কর্মসূচি নির্ধারণে আমরা জরুরি বৈঠকে বসেছি। এখন কিছু বলা যাবে না। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ আহমেদ বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com