সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

হাবিপ্রবিতে দিনব্যাপী বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন’স ফ্রেমওয়ার্ক সেমিনার অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দের জন্য “Bangladesh National Qualifications Framework (BNQF) and Accreditation Standards & Criteria” শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত হয়। ২৪ ফেব্রæয়ারী বৃহস্পতিবার দুপুর ২টায় অডিটোরিয়াম-২ এ উপস্থিত থেকে উক্ত সেমিনার উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আইকিউএসি, আইটি সেল এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দ। রিসোর্সপার্সন হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এর দুইজন সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী ও প্রফেসর ড. এস এম কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার এবং সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্ মইনুর রহমান। প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আজকের এই বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন’স ফ্রেমওয়ার্ক এবং অ্যাক্রেডিটেশন স্ট্যান্ডার্ড ও ক্রাইটিরিয়া শীর্ষক সেমিনার খুব গুরুত্বপূর্ণ একটি সেমিনার। উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ ও অব্যাহতভাবে উন্নয়নের লক্ষ্যে এ ধরণের সেমিনার প্রয়োজন। উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, র‌্যাঙ্ককিং, গবেষণাসহ সকল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোন ডিগ্রী’র অ্যাক্রেডিটেশন পেতে হলে অবশ্যই অ্যাক্রেডিটেশন স্ট্যান্ডার্ড ও ক্রাইটিরিয়া সম্পূর্ণ করতে হবে। আজকের এই সেমিনার থেকে অর্জিত জ্ঞান অ্যাক্রেডিটেশন পেতে সহায়ক বলে আশাবাদ ব্যক্ত করে পরিশেষে তিনি এ ধরণের সুন্দর সেমিনার আয়োজনের জন্য আইকিউএসি-কে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com