রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

১৭ মার্চ উপলক্ষে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার  অনুষ্ঠান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৯১ বার পঠিত

রংপুর থেকে  আবু নাসের সিদ্দিক তুহিন।-  ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয় ৷ দিনের শুরুতেই জাতির জনকের মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয় ৷ এসময় উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেনহোসেন , পাবলিক রিলেশন কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিন ,সহকারী ম্যানেজার তৈয়বুর রহমান সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ ৷ রংপুর জেলা প্রশাসনের আয়োজনে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় রংপুর টাউনহল চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় ৷ মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সাধারণ সম্পাদক ও রংপুর মেডিক্যাল কলেজ এর মেডিসিনের অধ্যাপক ডাঃ শাহ মোঃ সরওয়ার জাহান ৷ এ ক্যাম্পটি সকাল ১০ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রক্তচাপ , ডায়াবেটিস, রক্তের গ্রুপ , এবং বিএম আই নির্ণয় করা হয় এবং একই সাথে জনসচেতনতা তৈরি করা হয় ৷ উল্লেখ্য একই দিনে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন৷ এসময় উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন রংপুর জেলার সিভিল সার্জন ডাঃ শামীম আহমেদ ৷ সে সময় উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শাহ মোঃ সরওয়ার জাহান ও মেডিসিনের কলসালটেন্ট ডাঃ প্রবাল সূত্রধর ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com