সোমবার, ২০ মে ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

৫০ টাকা কেজির মুলা এখন ৫ টাকা ক্রেতা খুশি হলেও কৃষক হতাশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪০১ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরে ১৫ দিনের ব্যবধানে ৫০ টাকা কেজির মুলা এখন পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা খুশি হলেও কৃষকেরা হতাশা প্রকাশ করেছে।
গতকাল সোমবার পীরগাছার কান্দি, পাওটানা, চৌধুরাণীহাট, দেউতি, তাম্বুলপুর, মিঠাপুকুরের শঠিবাড়ি, জায়গীরহাট, কাফ্রিখাল, রানীপুকুর, শুকুরেরহাট, সদরের পালিচড়া, শ্যামপুরসহ জেলার আট উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এসব বাজারে প্রতিকেজি মুলা পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, ১৫ দিন আগেও ৫০ টাকা কেজি দরে মুলা বিক্রি হয়েছে। শীতকালীন সবজি হিসেবে মুলার চাহিদা থাকায় দামও বেশি ছিল। এখন বাজারে সকল সবজির পাশাপাশি মুলার যোগানও বেড়েছে। ফলে মুলার দাম কমে ৫ টাকা কেজিতে নেমেছে।
কৃষকরা বলছেন, শুরুতে দাম ভালো পেলেও হঠাৎ দাম কমে যাওয়ায় ক্ষতির শঙ্কা রয়েছে। পাঁচ দফা বন্যার কারণে এমনিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই এবার সবজি উৎপাদনে খরচ আগের তুলনায় বেশি হয়েছে।
পীরগাছা উপজেলার ছাওলা গাবুড়া গ্রামের কৃষক আব্দুল লতিব বলেন, এবার ৪০ শতক জমিতে মুলা চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। তবে বাজারে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছি। এখন উৎপাদন খরচ ওঠা নিয়েই চিন্তায় রয়েছি।
সবজি বিক্রেতা বাবু মিয়া ও ময়েজ উদ্দিন বলেন, বাজারে এখন সব সবজি পাওয়া যাচ্ছে। অন্যান্য সবজির দাম বেশি হলেও মুলার দাম কমেছে। ক্রেতা মহব্বত মিয়া বলেন, বাজারে সব সবজি পাওয়া গেলেও দাম বেশি। তবে হঠাৎ মুলার দাম কমে যাওয়ায় ভালো হয়েছে। এখন নিম্ন আয়ের মানুষজন সহজে কিনতে পারবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ আলী বলেন, বাজারে এখন সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। শুরুতে মুলা বাজারে আসায় দাম বেশি ছিল। তবে অন্যান্য সবজি বাজারে চলে আসায় মুলার দাম কমেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com