এস এ মন্ডল ।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ৫ লাখ মানুষের বাস। এই উপজেলায় প্রতিবছর কতটি পরিবার কোরবানি প্রদান করেন, এই মুহুর্তে সে পরিসংখ্যান আমাদের হাতে না থাকলেও ১৩ হাজার ৯শত ৫৬টি গরু প্রস্তুত রাখা রয়েছে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তাজুল ইসলাম বজ্রকথাকে জানিয়েছেন, এ উপজেলায় ৪ হাজর ৯৮টি গরু মোটাতাজা করণ খামার রয়েছে। এই সব খামারের মালিকরা ঈদুল আযহায় কোরবানির জন্য প্রতিপালন করা ১৩৯৬৫টি গরু বিক্রি করতে হাটে তুলবেন। তিনি জানান, গরুর পাশাপাশি প্রায় ১০ হাজার ছাগল প্রস্তুত রয়েছে। ধারণা করা হচ্ছে পীরগঞ্জ উপজেলার ৯টি হাটে এই গরুগুলো কেনা বেচা হতে পারে। হাট গুলো হচ্ছে ১৪ নং চতরা ইউনিয়নের চতরা হাট, মদনখালী ইউনিয়নের খালাশপীর হাট, ৬নং টুকুরিয়া ইউনিয়নের টুকুরিয়া হাট, ২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভেন্ডাবাড়ী হাট, ৩নং বড়দরগাহ ইউনিয়নের বড়দরগাহ হাট, ১২ নং মিঠিপুর ইউনিয়নপুর ইউনিয়নের মাদারগঞ্জ হাট, ৮নংরায়পুর ইউনিয়নের বালুয়াহাট এবং পীরগঞ্জ পৌরসভার জামতলা হাট।
Leave a Reply