পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজে অনিয়ম দুর্নীতি –৫
এবার হাটে হাড়ি ভেঙ্গেছে শিক্ষার্থীরা
সুলতান আহমেদ সোনা।–পীরগঞ্জের সরকারী শাহ আব্দুল রউফ কলেজে প্রতিনিয়ত নানা ঘটনা ঘটছে। যা সত্যি বিব্রতকর!
বিষয়টি লজ্জার হলেও হাটে হাড়ি ভেঙ্গেছে কিছু শিক্ষার্থী । এবার সরকারী শাহ আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের বেশ কিছু শিক্ষক পড়াতে পারছেন না। রিডিং পড়ার ক্ষেত্রেও শিক্ষকদের জড়তা রয়েছে।
গত ২৫ নভেম্বর /২৪ খ্রি: সোমবার ওই কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক সরকার বরাবরে লিখিতভাবে উক্ত বিষয়ে অভিযোগ করেন।
সুত্র বলেছে, বিষয়টি বিব্রতকর হওয়ায় অভিযোগের বিষয়টি দেখবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন অধ্যক্ষ মহোদয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক শিক্ষক জানিয়েছেন, ওই অভিযোগের প্রেক্ষিতে ২৬ নভেম্বর/২৪খ্রি: মঙ্গলবার অধ্যক্ষ মহোদয় শিক্ষকদের সাথে বৈঠক করেন এবং উষ্মা প্রকাশ করে এই বলে উপদেশ দিয়েছেন, ক্লাসে যাবার আগে বাড়ী থেকে পড়া লেখা করে আসবেন!
Leave a Reply