সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

বিরামপুরে শিকল দিয়ে বেঁধে মাদ্রাসা ছাত্রকে নির্যাতন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১০ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্মম নির্যাতন চালানোর ঘটনায় শিক্ষককে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর উপজেলার দিওড় ইউনিয়নের কাদিপুর গ্রামের তালিমুদ্দিন ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মারুফ হাসান কে নির্যাতন করে পায়ে শিকল পরিয়ে ঘরে আটকে রাখে শিক্ষক লুৎফর রহমান। পরে রাতে শিশুটি শিকল পরিহিত অবস্থায় মাদ্রাসা থেকে পালিয়ে পার্শ্ববর্তী চৌধুরী পাড়া গ্রামে যায়। এসময় স্থানীয় গ্রামবাসী ছেলেটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে শিকল পরিহিত অবস্থায় ছেলেটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।ঘটনা বেগতিক দেখে মাদ্রাসার শিক্ষক লুৎফর রহমান (৩৫) পালিয়ে যায়।

বিরামপুর পুলিশ মাদ্রাসায় কর্মরত অন্য দুই শিক্ষকের মাধ্যমে সু-কৌশলে শিক্ষক লুৎফর রহমানকে থানায় ডেকে নেয়।রাতেই ছাত্রের পিতা পার্শ্ববতী নবাবগঞ্জ থানার মহারাজপুর গ্রামের ছামসুল হকের পুত্র মাসুম মিয়া বাদী হয়ে শিশু আইনে থানায় মামলা দায়ের করে।যার মামলা নং- ১২।

এ ঘটনায় আটককৃত শিক্ষক লুৎফর রহমানকে আজ দিনাজপুর জেলহাজতে প্রেরণ করে।আটককৃত শিক্ষক লুৎফর রহমান পাশ্ববর্তী ফুলবাড়ী উপজেলার রুদ্রানী গ্রামের মৃত: ছাইফুল ইসলামের ছেলে। এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মিন্টু মিয়া জানান, শিশু নির্যাতনের বিষয়টি অতি দুঃখ জনক। আটককৃত শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া প্রয়োজন। এ রিপোট লেখা পর্যন্ত স্থানীয় গ্রাম বাসী মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com