এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তারকৃত দশ জুয়ারীকে ৭ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ এই দন্ড প্রদান করেন৷ পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশি অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিন আটরাইয়ের বালুর খাল এলাকার জুয়ার আসর থেকে ১০ জন জুয়ারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মোতালেব মিয়া (৫০), আব্দুস সামাদ (৩২), জাহাঙ্গীর আলম (৪২), মোস্তাফিজার রহমান(৪৮), মুকুল(৫০), আব্দুল হান্নান(৬২), রফিকুল ইসলাম (৪৫), মাহাবুল মিয়া (৩৬), নজরুল ইসলাম(৪৮) ও অহেদুল ইসলাম (৬২) ৷ অভিযানের সময় জুয়ার আসরের মূল হোতা বাচ্চু পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে বাচ্চুর নেতৃত্বে এলাকাটিতে জুয়া খেলা চলে আসছিল। পুলিশ গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক সকলকে ৭ দিনের করে কারাদন্ড প্রদান করেন৷
Leave a Reply