নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর শহরে পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস প্রকল্প আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি বুধবার দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে পল্লীশ্রী’র ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের আয়োজনে অর্থনৈতিক ও জীবিকার সুযোগগুলি বৃদ্ধির জন্য বাল্য বিবাহ, জোর পূর্বক বিয়ের এবং সহিংসতা অভিজ্ঞতা অর্জন করছে এমন নারী-কন্যাশিশুদের দক্ষতা উন্নয়ন শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালার আলোচনায় অংশ নেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন পল্লীশ্রীর হিসাবরক্ষক সুধন্য চন্দ্ররায়, পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক নিপা। এছাড়াও ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে কর্মশালার প্রশিক্ষণে অংশ নেন কমিউনিটি দলের ১৫ জন নারী উদ্দ্যোক্তা। প্রশিক্ষনে উদ্দ্যোক্তারা গাভীর জাত পরিচিতি ও জাত উন্নয়ন, গবাদি পশুর বাসস্থান নির্ধারন, পরিবেশ, গাভীর পরিচর্যা, গবাদি পশুর সুষম খাদ্য, গবাদি পশুর বিভিন্ন প্রকার রোগ লক্ষণ ও প্রতিকার, হাঁস ও মুরগির খাবার ব্যবস্থাপনা, সুস্থ্য হাাঁস ও মুরগির লক্ষণ, হাাঁস-মুরগি পালনের সমস্যা, মুরগির প্রধান প্রধান রোগ ও লক্ষণ, রোগের চিকিৎসা, প্রতিরোধ ব্যবস্থা ও টিকাদান পুঁজি, পুঁজি গঠনের উপায় বিষয়ে জানতে পারে।
Leave a Reply