নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তার গাছ চুরি করে কাটার অভিযোগে থানায় ১টি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে ৩ জানুয়ারি বুধবার ওই মামলাটি দায়ের করেছেন। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর-ধরন্দা সড়কের ধারের ইউক্যালিপটাস গাছ চুরি করে কাটার অভিযোগে ওই মামলাটি দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে ১০৩ পিচ গোলাই কাঠ উদ্ধার করা হয়েছে। যার মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা। কেউ গ্রেফতার হয়নি।
Leave a Reply