নিজস্ব প্রতিবেদক।- করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় স্বাস্থ্যবিধি অনুসরণে জনসচেতনতা বৃদ্ধিতে ও সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ গার্ল গাইডস্ রংপুরকে সম্মাননা জানালো রংপুর জেলা প্রশাসন। ৩ জানুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আসিব আহসান বাংলাদেশ গার্ল গাইডস্, রংপুর আঞ্চলিক কার্যালয় এর প্রতিনিধিগণের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় জেলা প্রশাসক করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশ গার্ল গাইডস্, সকল সদস্যের অবদানের কথা উল্লেখ করেন এবং জেলা প্রশাসন পক্ষ থেকে এ কার্যক্রমে সকল সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply