রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন

তিস্তা পানি চুক্তি সমাধানের মাধ্যমে বন্ধুত্বের পরিচয় দেয় ভারত- এমপি মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪২ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- ভারত সরকার যাতে অমীমাংসিত তিস্তা পানি চুক্তি সমাধানকল্পে ব্যবস্থা গ্রহণ করে আবারও বন্ধুত্বের পরিচয় দেয়া এবং আন্তরিকতা প্রদর্শন করে এমন আশা ব্যক্ত করেছেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। একাদশ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগের মুহূর্তে বাংলাদেশের জনগণের কথা ভোলেননি। তিনি উপহারস্বরূপ ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশের জনগণের জন্য প্রদান করেছেন। প্রমাণ করেছেন তারা বাংলাদেশের প্রকৃত বন্ধু। কিন্তু আমরা বন্ধুত্বের প্রমাণ আবারো চাই। আমাদের অমীমাংসিত তিস্তা পানি চুক্তি সমাধানকল্পে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং আন্তরিকতা প্রদর্শন করবেন। এমপি গোপাল বলেন, এই অধিবেশনে যে মিঠু চক্রের সম্পর্কে বিএনপি দলীয় সংসদ সদস্যরা যে আলোচনা করেছেন তার উৎপত্তি কিন্তু জামায়াত বিএনপি সরকারের সময়। অর্থ পাচারকারী ও দূর্ণীতিবাজদের শাস্তির আওতায় আনতে পারেনি বিএনপি সরকার। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন তার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে। তিনি বলেন, পাহাড়ে অবস্থানরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের জীবন উন্নয়নে সরকারের কর্মকাণ্ড তুলে ধরেছেন। কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশাল অংশ সমতলে বসবাসরত। শত বছরের জুলুম-নির্যাতনের পশ্চাৎপদ অমানবিক জীবন-যাপন করে থাকে। এই জনগোষ্ঠীর প্রতিও সমদৃষ্টি প্রদানের জোর দাবি জানাচ্ছি। আশা করি, তাদের দীর্ঘদিনের দাবি স্বতন্ত্র ভূমি কমিশন গঠনে সরকার এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এমপি গোপাল বলেন, বর্তমান সরকারের আমলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর কর্মকান্ড বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সেই সাথে এই অবয়ব, এই জনবল নিয়ে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা অসম্ভব। তাই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরিত করার জোর দাবি জানাচ্ছি।এমপি গোপাল আরও বলেন, দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় চিবুক মন্দিরসহ বেশ কয়েকটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আজকে যারা এই প্রতিমা ভাঙচুর ও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে তাদের বিচারের আওতায় আনতে হবে। আর কিছু জ্ঞান পাপী ধর্মের অপব্যাখ্যাকারি বিস্তৃত রয়েছে। সেই অপব্যাখ্যাকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com