এস এ মন্ডল।- আগে দেখতাম মটর সাইকেল বা ছোট মটরগাড়ীতে সাংবাদিকরা “প্রেস” (PRESS) শব্দটি বাংলা বা ইংরেজিতে লিখে চলা চল করতেন। এখনো পীরগঞ্জ উপজেলার কিছু সংবাদকর্মীর মটরসাইকেলে“PRESS” শব্দটি লেখা আছে। এই শব্দের ব্যবহার পেশার সাথে সম্পর্কিত বলে সংবাদকর্মীরা লিখে থাকেন। কিনতু ইদানিং নজড়ে পড়েছে এখানকার কিছু পরিচিত,অপরিচিত লোকজন যারা সংবাদকর্মী বা সাংবাদিক নন তারাও তাদের মটরবাইকে বা মাইক্রোবাস এমন কি কারের সামনের গ্লাসের এক কোনায় “প্রেস” শব্দটি লিখে বুক ফুলিয়ে চলচল করছেন ! প্রশ্ন উঠেছে পেশার সাথে সম্পর্কিত নয় এমন লোকজনরা তাদের যানবাহনে “PRESS” শব্দটি লিখছেন কেন ? লক্ষ্য করা গেছে পীরগঞ্জ উপজেলার ঠিকাদার, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কলেজের প্রভাষক, রংমিস্ত্রী, ছাত্র নেতার বাপ, বাউন্ডেলে কিছু যুবক মটর সাইকেলে “PRESS” শব্দটি লিখে দ্রুত গতিতে ছুটে বেড়াচ্ছেন। অবশ্য এদের মটর সাইকেলের রেজিষ্ট্রেশন নেই । অভিজ্ঞাজনদের ধারণা ওই সব ব্যক্তিরা অসৎ উদ্দেশ্যে,অপকর্মকে আড়াল করতে, অবৈধ মালামাল, মাদক পরিবহন এর উদ্দেশ্যে “PRESS” শব্দের অপব্যবহার করছে।
Leave a Reply