বজ্রকথা প্রতিবেদক ।- ধুলিময় শহরের নাম পীরগঞ্জ। ধুলি বন্ধের প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা করেনি কেউ। চায়না কোম্পানীর বালি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকগুলো উপজেলার প্রধান সড়ক দিয়ে অনিয়ন্ত্রিত ভাবে চলাচলের কারনে সদরে ধুলো বালি উড়ছে সারাক্ষণ। এই ধুলো গিয়ে ঢুকছে দোকানে, বাসা বাড়িতে এমনকি পথচারীদের নাশারন্ধে! অভিযোগ উঠেছে, ধুলোর কারনে কম্পিউটার, প্রিণ্টার, ফটোষ্ট্যাট মেশিন গুলোতে সমস্যা দেখা দিচ্ছে। শুধু তাই নয়, বালি বহনে নিয়োজিত ট্রাকগুলোর গতির সাথে সাথে রাস্তার দু’পাশের দালান কোঠাগুলো কেঁপে উঠছে। ভুক্তভোগীর অভিযোগ করেছেন, বালি বোঝাই ট্রাকগুলোর চলাচলের সময় যে কম্পনের সৃষ্টি হচ্ছে, তাতে মনে হয় ভূমিকম্প হচ্ছে। কম্পনের কারনে দেয়ালে ফাটল দেখা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও দিনে একবার পানি ছিটানো হচ্ছে তাতে ধুলি বন্ধ হচ্ছে না। অপর পক্ষে ১০ চাকার ট্রাক বন্ধ না হলে বাসাবাড়ি দালান কোঠার ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এলাকার মানুষ আশা করে স্থানীয় প্রশাসন বিষয়টি দেখবেন ব্যবস্থা নেবেন।
Leave a Reply