বজ্রকথা ডেক্স।- ১২ ফেব্রুয়ারী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর উদ্যোগে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিল-চেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বীরউত্তমদের মধ্যে সবচেয়ে উত্তম জিয়াউর রহমান। সবচেয়ে বেশি শহীদ হয়েছে তাঁর ‘জেড’ ফোর্স থেকে। সবচেয়ে বেশি পাকিস্তানি সেনা পরাস্ত হয়েছে তাঁর ফোর্স থেকে। সবচেয়ে বেশি খেতাব পেয়েছেন জেড ফোর্সের সদস্যরা। তিনি বলেন, আমার ধারণা ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে জিয়াউর রহমানকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হবে। তিনি বলেছেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বকে জিয়াউর রহমান মেনে ইংরেজি বাক্যটা যদি বাংলায় করা হয় তাহলে এ রকম দাঁড়ায়- আমি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করছি আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমানের অবর্তমানে। অর্থাৎ ‘অন বিহাফ অব আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান’। ওই ঘোষণায় জিয়া মুক্তিযুদ্ধে যেতে সবাইকে আহবান করেছেন। জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করেননি বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, জিয়াউর রহমান সংবিধানের মৌলিক অধিকারগুলো সমুন্নত করেছেন। মানে গণতন্ত্রে তিনি পরিপূর্ণতা এনেছেন। তিনি বলেছেন, দেশটা জনগণের, দেশটা তাদের হাতে ছেড়ে দিন। এখনো সময় আছে চাটুকারদের থেকে দূরে থাকুন। জনগণের মনের কথা বুঝুন। এদিন সংগঠনটির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান শওকত আমীন প্রমুখ।
Leave a Reply