কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল চলছে প্রায় অর্ধেক জনবল দিয়ে। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ডাক্তারের পদ শূন্য আছে ৫৮ ভাগ, আর নার্সের পদ শূন্য আছে ৩৯ ভাগ। হাসপাতালের পরিচালক ডা. মো. এহসানুল হক জানিয়েছেন, এই হাসপাতালে ডাক্তারের পদ আছে ১১৬টি। কিন্তু পদায়ন হয়েছে ৪৮ জনের। শূন্য আছে ৬৮টি পদ। আবার ডাক্তারের ১১৬টি পদের মধ্যে মেডিক্যাল অফিসার, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার এবং সহকারী সার্জনের পদ ৫৫টি। এই ৫৫টি পদের বিপরীতে পদায়ন হয়েছে ২২ জনের, শূন্য আছে ৩৩টি পদ। অন্যদিকে এই হাসপাতালে নার্সের পদ আছে ৩৪৩টি। কিন্তু শূন্য আছে ১৩৩টি পদ। প্রায় ৩২ লাখ জনসংখ্যার এ জেলার প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এই গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ হাসপাতালে এত বিপুল সংখ্যক পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালের পরিচালক ডা. মো. এহসানুল হক মনে করছেন, শূন্য পদগুলো পূরণ হলে এই হাসপাতালটি তার পুরো সক্ষমতা দিয়ে স্বাস্থ্যসেবা দিতে সমর্থ হবে।
Leave a Reply